বোরহানী – বৈশাখের রান্না ২

মুখরোচক বোরহানি

ছবিঃ poojavir.wordpress.com

উপকরণঃ

  • মিষ্টি দই – ১ কাপ
  • টক দই – ১ কেজি
  • কাচা মরিচ কাটা – ১ চা চামচ
  • পুদিনা পাতা বাটা – ১ চা চামচ
  • সরিষা বাটা – ১ চা চামচ
  • বিট লবণ – ১ চা চামচ
  • পানি পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন)
  • চিনি – ১ টেবিল চামচ
  • লবণ – ১ চা চামচ
  • সাদা গোল মরিচের গুঁড়া – ১ চা চামচ

প্রস্তুত প্রণালীঃ

কাঁচা মরিচ, পুদিনা পাতা, একসাথে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁড়া করে পাউডার করে নিন। সমস্ত উপকরণ একসাথে অল্প পানি দিয়ে গুলে দইয়ের মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দই সহ সমস্ত উপকরণ এগ বিটার দিয়ে ১০ মিনিট বিট করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ছাকনি বা কাপড় দিয়ে ছেকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।

২ thoughts on “বোরহানী – বৈশাখের রান্না ২

Comments are closed.