কাচ্চি বিরিয়ানী আর খাসির মাংসের সখ্যতাই আসলে ভাল লাগবে, তবে মুরগীর মাংসে কেউ করতে চাইলে, ঘি এবং মশলার পরিমান কমিয়ে মোটামুটি অর্ধেকে নামিয়ে আনতে পারেন। ঘি এর পরিমান ১৭৫গ্রাম, আর মাংস, চাল, আলু বাদে সব মশলা অর্ধেকে নামিয়ে আনতে পারেন। আমি এখানে খুব বেশি সময় মাংস মেরিনেট করিনি, সেটা সচেতন ভাবেই।
উপকরণঃ
- খাসির মাংস ২ কেজি
- পোলাওয়ের চাল ১ কেজি
- ঘি ২৫০ গ্রাম
- আলু আধা কেজি
- পেঁয়াজের বেরেস্তা এক কাপ
- দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের)
- এলাচ ১০-১২টি
- আদা বাটা ২ টেবিল চামচ
- রসুন বাটা ২ টেবিল চামচ
- গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ
- জিরা আধা চা চামচ
- টকদই দেড় কাপ
- দুধ ২ কাপ
- চিনি ২ চা চামচ
- আলুবোখারা ১৪-১৫টা
- কিশমিশ ২০টা (আরো বেশি দিতে পারেন)
- গোলাপ জল ১ টেবিল চামচ
- লবণ পরিমাণমতো
প্রস্তুত প্রণালীঃ
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে (পিতলের হলে ভাল) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন। চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাস্প বের হতে না পারে। এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো। সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।
happy wheels
দিদিভাই,
আমি ঋতম, পশ্চিমবঙ্গে থাকি। আমরা আপনার রেসিপি দেখে কাল এই বিরিয়ানি টা তৈরী করব ভাবছি। একটাই প্রশ্ন ছিল যে মাটন না দিয়ে যদি চিকেন দি তাহলে সময় টা কত লাগবে? আজ যদি উত্তর তা পাঠিয়ে দেন তাহলে খুব ভাল হয়।
— ঋতম
ভাই ঋতম,
অনেক ভাল লাগল এই কথা জেনে যে আপনারা পশ্চিমবঙ্গ থেকে আমার রেসিপি ব্লগটি দেখেন।
কাচ্চি বিরিয়ানীতে আসলে খাসির মাংসই বেশি পছন্দ আমার ঘরে, তবে মুরগীর মাংসে করতে পারেন, তাতে ভিন্ন মাত্রা যোগ হবে। সেক্ষেত্রে ঘি এবং মশলার পরিমান কমিয়ে মোটামুটি অর্ধেকে নামিয়ে আনতে হবে। ঘি এর পরিমান ১৭৫গ্রাম হলেই চলবে। আর মাংস, চাল, আলু বাদে সব মশলা অর্ধেকে নামিয়ে আনতে পারেন। কিংবা আপনি চাইলে অর্ধেকের একটু বেশিও রাখতে পারেন। আর চিকেন দিয়ে করলে সময়ও তখন অর্ধেক হয়ে যাবে। আপনার প্রশ্নের ভিত্তিতে আমি রেসিপিতে এই কথাগুলো জুড়ে দিয়েছি।
আমি এই রেসিপিতে খুব বেশি সময় ধরে মাংস মেরিনেট করিনি, সেটা সচেতন ভাবেই।
এই রেসিপিতে কাচ্চি বিরিয়ানী কেমন হল জানাতে ভুলবেন না।
ধন্যবাদ ভাল থাকবেন।
দিদিভাই,
এক কথায় অসাধারণ খেতে হয়েছিল মুরগির কাচ্চি বিরিয়ানি। তবে ঘি একটু বেশি লেগেছে, প্রায় ২০০ গ্রাম মতো। বাকি সব আপনার কথামত দিয়েছিলাম।
— ঋতম