লইট্যা মাছের দোপেঁয়াজা

লইট্ট্যা মাছ চট্টগ্রামের একেবারেই নিজস্ব। খুব নাজুক এবং নরম এই মাছটি দেখে অন্য জেলার লোকজন একটু অবাকই হবেন, কেউ হয়ত নাকটা উঁচুতে তুলে নেবেন দেখতে ভাল লাগছেনা বলে। কিন্তু যারা একবার এই মাছটির সত্যিকার চিটাইংগা রান্নার স্বাদ পেয়েছেন তারা বার বার খেতে চাইবেন আর মনে রাখবেন অনেক দিন। আপনাদের সবাইকে এই স্বাদ চেখে দেখার আমন্ত্রণ রইল…
লইট্যা মাছের দোপেঁয়াজা

ছবিঃ লইট্যা মাছের দোপেঁয়াজা

উপকরণঃ

লইট্যা মাছ – ১ কেজি
আলু – ৩ টা (দেড় ইঞ্চি স্লাইস করে কাটা)
টমেটো – ২ টা (কিউব করে কাটা)
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
পেয়াঁজ কুচি – ১ কাপ
কাঁচামরিচ – ৮ টা (ফালি করে কাটা)
রসুন বাটা – ১ টেবিল চামচ
আদা বাটা – ১ চা চামচ
জিরা (বাটা/গুঁড়া) – ১ চা চামচ
ধনে গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া – ১ চা চামচ
সয়াবিন তেল – ৪ ভাগের ৩ কাপ
লবন – পরিমাণমতো

প্রস্তুত প্রণালীঃ

লইট্যা মাছ ১ ইঞ্চি করে কেটে টুকরো করে নিন। ৩/৪ বার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর খানিকটা লবণ দিয়ে মেখে মিনিট খানেক রেখে আবার ধুয়ে ফেলতে হবে। ধোয়া মাছের পানি ঝরিয়ে নিন।চুলোতে কড়াই চাপিয়ে তাতে তেল সবটুকু দিন। তেল গরম হলে পেয়াঁজ কুচি দিয়ে নাড়তে হবে। পেয়াঁজ বাদামী হয়ে এলে লবণ সহ সব মসলা দিয়ে নাড়ুন। এবার আলু দিন, এ অবস্থায় ২-৩ মিনিট কষানোর পর লইট্যা মাছ ঢেলে দিন। তারপর ফালি করা কাঁচামরিচ ছিটিয়ে দিন, কিউব করা টমেটো ছড়িয়ে দিন। চুলার আচঁ কমিয়ে ২০ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। মাঝে মাঝে হালকা ভাবে নেড়ে দিতে হবে, কোন অবস্থায় জোরে নাড়বেন না। নামানোর ২ মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। গরম ভাতে গরম গরম পরিবেশন করুন।

ভূলু, চট্টগ্রাম, ২৮/১২/০৮
ছবি আপলোডঃ ১৫/০৬/২০১০

happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।

One thought on “লইট্যা মাছের দোপেঁয়াজা

Comments are closed.