Green Vegetable Salad (সবজি সালাদ)

Green Vegetable Salad

ছবি ক্রেডিটঃ ইন্টারনেট থেকে সংগৃহিত

উপকরণঃ

  • গাজর – ২ টি
  • শশা – ১ টি
  • পেঁপে – অর্ধেক
  • বিট – ২ টি
  • গোলমরিচ – পরিমাণমতো
  • ছোলা – ২ কাপ

প্রস্তুত প্রণালীঃ

গাজর ও বিট গোল করে কেটে পানি ঝরিয়ে নিন। শশা, পেঁপে কেটে ছোলাসহ সব সবজি লবণ ও গোলমরিচ দিয়ে মাখিয়ে খাবারের আগে পরিবেশন করুন।

২৩/১২/২০০৮ , চট্টগ্রাম

happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।