Mixed Apple Salad (মিক্সড আপেল সালাদ)

আপেলতো আসলে ফল হিসেবেই আমাদের কাছে পরিচিত। তাই আপেল আমরা ফলের মত কামড়ে খেতেই ভালবাসি। সালাদ হিসেবে আমাদের খাবারের টেবিলি হয়ত খুব একটা সমাদর পায় না। আজকের এই মিক্সড আপেল সালাদ (Mixed Apple Salad) আপনারা করে দেখতে পারেন, ভাল লাগবে। আমার ছোট মেয়ে আমাকে এই সালাদটি করে দেয়।

Mixed Apple Salad (মিক্সড আপেল সালাদ)

উপকরণঃ

আপেল – ১ টা (বড় সাইজের)
শশা – ২টা (মাঝারী)
টমেটো – ১টা
লবণ – স্বাদমতো
বিট লবণ – সামান্য পরিমান
চিনি – ১ টেবিল চামচ
টকদই – ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া – আধা চামচের ২ভাগের ১ ভাগ
সাজানোর জন্য – পুদিনাপাতা ।

প্রস্তুত প্রণালীঃ

শশা, আপেল, টমেটো কিউব করে (কিংবা ছবি’র মত করে) কেটে তার সাথে পুদিনাপাতা ছাড়া সব উপকরণ মেখে নিন। পরে পুদিনাপাতা সালাদের উপর সাজিয়ে পরিবেশন করুন।

৩০/০৯/০৯ , চট্টগ্রাম

happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।