কেমন আছেন সবাই। যে যেখানেই থাকেন, সবার জন্য অনেক শুভকামনা রইল।
একটা ভাল খবর দেব আজ আপনাদের। এই রেসিপি ব্লগের জন্য অনেক ভাল খবর। আজ রোববারের (০৫ ডিসেম্বর ২০১০) ভোরের কাগজের টেবলয়েড লাইফস্টাইল ম্যাগাজিন “ফ্যাশন” দেখুন, আমার দুইটা চাটনির রেসিপি ছাপা হয়েছে। লম্বা বেগুনের চাটনি এবং টম্যাটোর চাটনি রেসিপিদুটো আগে ব্লগে ছাপা হয়েছিল। তবে গরম স্যুপের নতুন কিছু রেসিপি আসছে একই পত্রিকায়, যা আগে কোথাও প্রকাশ হয়নি। আগামী সপ্তাহে ছাপা হবে আশা করছি। দেখতে ভুলবেন না।
আজকের ভোরের কাগজে দেখুন-
ব্যাস্ততার মাঝে অনেকদিন কোন রেসিপি দিতে না পারলেও বেশ কিছু কাজ হয়েছে রেসিপি নিয়ে। যা খুব শীগ্রই আপনারা ছাপার অক্ষরে দেখতে পাবেন পত্রিকায়, সাথে ই-বুক আকারেও পাবেন। ওইদিকে অনেকগুলো রেসিপি টাইপ করা হয়ে গেছে, আরো রেসিপি তৈরি হয়েছে। আমার ছেলে ব্লগের ওয়েবসাইট নিয়ে কাজ করছে, আলাদা একটা সাইট হবে। এর মধ্যে পত্রিকার এই যোগাযোগ একেবারেই মেঘ না চাইতে জলের মত, অনেক ভাল লেগেছে। পত্রিকা থেকে ওয়েব সাইটে যোগাযোগ করার পর আমার ছেলে প্রথম আমাকে বলে, তখনও ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। পরে যখন পত্রিকা থেকে আগ্রহের কথাটা ওরা স্পষ্ট করেই বলল তখন খুব ভাল লাগল। আমার মেয়েরা সবগুলো নতুন রিসিপি করতে আমাকে অনেক হেল্প করেছ, ছবিও তুলেছে ওরাই।
ভাল থাকবেন সবাই, ধন্যবাদ। সেই সাথে ফ্যাশন টেবলয়েডের সম্পাদককে অনেক ধন্যবাদ।
আপা,
খুবই ভালো লাগলো খবরটা শুনে। ভোরের কাগজে দেখে নিলাম। টমেটোর ভর্তা আমার খুবই প্রিয়।
বেগুনের ভর্তার রেসিপিটা দেখে নিলাম। ২/১ দিনের মধ্যে করবো। দারুণ লাগলো।
ধন্যবাদ আপা।
রশিদা আফরোজ
রশিদা কেমন আছ ভাই?
অনেকদিন রেসিপি ব্লগে কোন নতুন রেসিপি দেয়া হয়নি, তোমার মন্তব্যটাও দেখা হয়নি। ভাল লাগে তোমাদের সুন্দর কথাগুলো দেখলে। রেসিপি ব্লগ এখন নতুন সাইটে। এখন নতুন নতুন রেসিপি দেব। আরো বিভিন্ন বিভাগ খোলার ইচ্ছে আছে।
ভাল থেকো।