এই শীতে, রাতের খাবারে ধোঁয়া ওঠা এক বাটি গরম স্যুপ অসাধারণ, তাই না। সেই সাথে স্বাস্থ্যকরতো অবশ্যই। রান্নার ইতিহাস যতদিনের, স্যুপ খাবারটার ইতিহাসও আসলে ততদিনের, সেই যখন থেকে মানুষ রান্না করতে শেখে। স্যুপ আসলে অনেকগুলো উপকরণ একত্রে মিশিয়ে প্রয়োজনীয় মশলা সহ গরম গরম রান্না করা মজার একধরনের খাবার।
দৈনিক ভোরের কাগজের ফ্যশন টেবলয়েডের জন্য এক বাটি নয় কয়েক বাটি গরম স্যুপ করেছিলাম গত সপ্তাহে। রেসিপিগুলো একেবারেই নতুন, আমার ব্লগে আগে প্রকাশিত হয়নি।
“শীতে গরম স্যুপ” – এই শিরোনামে আপনারা ১২ ডিসেম্বরের ভোরের কাগজের ফ্যাশন টেবলয়েডে তিন বাটি গরম স্যুপের রেসিপি দেখতে এইখানে ক্লিক করুন…
happy wheels
আপা,
কেমন আছেন? গতকাল দৈনিক ভোরের কাগজের ফ্যাশন পাতা দেখে মনটা খুশিতে ভরে গেল। বাহ, ভুলু আপার রেসিপি!
শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ- আসলেই দারুণ ব্যাপার!
ধন্যবাদ আপা।
রশিদা আফরোজ
আফরোজা অনেক ধন্যবাদ। গত রবিবারে আরো ৩টা নতুন স্যুপের রেসিপি ছেপেছে ভোরের কাগজ। ভিন্ন স্বাদের এই রেসিপিগুলোও নতুন এখনো ব্লগে পাবলিশ হয়নি।
বাসায় সবাই কেমন আছে। ভাল থাকবেন।