সুস্বাদু ভর্তা – ভোরের কাগজে প্রকাশিত কয়েক পদ

ভর্তা, আহা! এর সুস্বাদের কথা সবাই স্বীকার করবেন নিশ্চয়ই। আমাদের ঘরে ঘরে কি শহরে কি গ্রামে নানারকম ভর্তার কদরতো রয়েছেই, ছোট-বড় রেস্টুরেন্টগুলোতেও এখন সুস্বাদু ভর্তার রমরমা অবস্থা। আমার ঘরেও সব রকমের ভর্তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। এর মধ্যে শুটকির ভর্তার জনপ্রিয়তা সবচাইতে বেশি। বিভিন্ন সময়ে ভর্তা করলে আমার ছোট মেয়ে ছবি তুলে রাখে, তাই অনেক ছবিই আছে কিন্তু তার অনেকগুলোরই রেসিপি করা হয়নি।
ভোরের কাগজে প্রকাশিত আমার ভর্তার রেসিপি

ভোরের কাগজে প্রকাশিত আমার ভর্তার রেসিপি

গত জানুয়ারি মাসে ভোরের কাগজের অনুরোধে শুটকি দিয়ে ভর্তার কিছু রেসিপি করেছি। ভোরের কাগজের ফ্যাশন ট্যাবলয়েডের সম্পাদক রানা ভাইকে এই জন্য আমার এবং আমার ছেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। উনিই ফোন করে করে রেসিপিগুলো তৈরি করতে উতসাহ দিয়েছিলেন। উপরের ছবিটি ভোরের কাগজ পত্রিকা থেকে রানা ভাই ফেইসবুকে দিয়েছিলেন, আর রেসিপিগুলোর যে ছবি দেখছেন তা আমার ঘরে ছেলে-মেয়েরাই তুলেছে। তবে ভোরের কাগজ ছবিগুলো নিয়ে অনেক সুন্দর করে পাতাটা সাজিয়েছেন।

এই রেসিপিগুলোর মধ্যে লইট্যা শুঁটকির ভর্তা এবং ফাইশ্যা শুঁটকির ভর্তা রেসিপি দুটো আগে ব্লগে প্রকাশিত হয়েছিল। চিংড়ি শুঁটকির ভর্তা এবং চাপিলা শুঁটকির ভর্তার রেসিপিগুলো এক-এক করে ব্লগে প্রকাশ করব।

ভর্তার রেসিপিগুলোর জন্য এই লিঙ্কটি দেখুন…
আমার এই রেসিপি ব্লগটি যদি আপনার ভাল লাগে তাহলে ফেইসবুকে আমার ফ্যান পেইজে যোগ দিতে পারেন…
happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।

২ thoughts on “সুস্বাদু ভর্তা – ভোরের কাগজে প্রকাশিত কয়েক পদ

Comments are closed.