আপনাদের সবার ভালবাসায় ভূলু’স রেসিপি এখন এর নিজস্ব ডোমেইন www.vulusrecipe.com এ।

এজন্য আমার ব্লগের পাঠক এবং যারা বিভিন্ন ভাবে পরামর্শ আর অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিজের একটি সম্পূর্ণ ডোমেইনে আসার জন্য অনেকদিন ধরেই ব্লগের পাঠকরা বলছিলেন। নিজের ডোমেইনে একটা পরিপূর্ণ সাইট করতে পেরে আমার ছেলেমেয়েরা খুবই খুশি। এর আগে কম্যুনিটি ব্লগের বাহিরে সবগুলো রেসিপি এক জায়গায় প্রকাশ করার জন্য ব্লগস্পটে একটা সাইট খোলা হয়েছিল, যেটা এখনো পাবেন এই লিঙ্কে http://vulusrecipe.blogspot.com। তবে এখন এই লিঙ্কটিতে ক্লিক করলে সেটা আপনাকে নতুন সাইটে এইখানেই নিয়ে আসবে। ভূলু’স রেসিপি’র আরো ইন্টারনেট উপস্থিতি রয়েছে অসাধারন তিনটি বাংলা কম্যুনিটি ব্লগেঃ

ফেইসবুকে ভূলু’স রেসিপি ফ্যান পেইজঃ www.facebook.com/vulusrecipe

আর টুইটারে পাবেনঃ http://twitter.com/vulusrecipe

মিডিয়াতে ভূলু’স রেসিপিঃ

আমার কম্যুনিটি ব্লগগুলোর বাহিরে প্রথম www.homeviewbangladesh.com অনুমতি নিয়ে আমার প্রায় ১০টা রেসিপি ছেপেছিল তাদের ওয়েবসাইটে। ওরা কখনো রেসিপি কপি করেনি, আমি বলার পরও করেনি। সবগুলো রেসিপি আমার ছেলে ইমেইল করার পরই ছেপেছিল। কপি না করার জন্য হোমভিউবাংলাদেশকে অনেক ধন্যবাদ। অবশ্য অন্য অনেক ব্লগ কোন অনুমতি ছাড়াই রেসিপি কপি করেছে। ওই সাইটগুলোকে এই ব্যাপারে বার বার বলার পরও ওরা এই গর্হিত কাজটি করেছে, এমনকি অনেকে অভদ্র আচরণও করেছে। “হোমভিউ বাংলাদেশ” এর পর দৈনিক দিনের শেষে পত্রিকা ২০১০ এ তাদের ঈদের বিশেষ সংখ্যায় আমার একটা স্পেশাল রেসিপি প্রকাশ করে –

মোরগ মোসাল্লাম স্পেশাল ঈদ রেসিপি

তারপর ভোরের কাগজের লাইফস্টাইল ম্যাগাজিন “ফ্যাশন” – এ প্রকাশ হয়েছে আরো কিছু রেসিপি। কয়েকটা সিরিজ হয়েছে। পরিবারের বিভিন্ন ব্যাপারে ব্যস্ততার জন্য একসময়ে আর ভোরের কাগজে রেসিপি দিতে পারিনি। ভোরের কাগজের ফ্যাশন পাতার সম্পাদককে ধন্যবাদ এইজন্যে। ভোরের কাগজ যে রেসিপিগুলো ছেপেছে –

আর ধন্যবাদ জানাবো http://bangla71.net/ কে, এই সাইটটি তাদের ‘মহিলা অঙ্গন‘ বিভাগে আমার রেসিপি ব্লগকে লিস্ট করেছে। আপনি যদি গুগলে আমার রেসিপি খুঁজে পেতে চান, তাহলে ‘ভূলু’স রেসিপি’ -এই keyword কিংবা যেকোন রেসিপির নাম দিয়ে সার্চ করে দেখুন। পেয়ে যাবেন মজাদার সব রেসিপি। মনে রাখবেন keyword গুলো ইউনিকোড (Unicode) বাংলায় লিখতে হবে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে মেইল করতে পারেন এই ঠিকানায় tuntuni@gmail.com, কিংবা ফেইসবুকে www.facebook.com/vulusrecipes

আর ব্লগে নতুন কোন রেসিপি প্রকাশ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আপনার মেইলবক্সে, যদি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করার জন্য ক্লিক করুন এই লিঙ্কে

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।

ভাল থাকবেন।