রেসিপি প্রকাশের নিয়মাবলী
বাংলা ভাষায় রেসিপি ব্লগের পথিকৃত ‘ভূলু’স রেসিপি ব্লগে’ আপনাকে স্বাগতম। আপনার প্রিয় কোন রেসিপি; রান্না, খাদ্য, পুষ্টি বিষয়ক টিপস বা গল্প নিয়ে ভূলু’স রেসিপি ব্লগে আপনিও লিখতে পারেন, তবে সেজন্য কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। ভূলু’স রেসিপি ব্লগের উদ্দেশ্য হলো বাংলায় ইন্টারনেট জগতে বাংলাদেশি রান্না আর স্বাদের রূপ ও বৈচিত্র তুলে ধরা। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে কত যে বিচিত্র রান্নায় আমরা অভ্যস্থ। এ সবই আমাদের সমৃদ্ধ ঐতিহ্য। ভূলু’স রেসিপি ব্লগ চেষ্টা করছে সেই সব রান্না আর রান্নার ঐতিহ্য এই ব্লগে তুলে ধরতে। একারণেই যে কোন লেখা মডারেশন করা বা প্রকাশ করার ক্ষমতা এই ব্লগ মডারেটরের থাকবে। অতিথি লেখকরা তাঁদের ব্লগ কিংবা ফেইসবুক যেকোন একটিতে এঙ্কর লিঙ্ক করতে পারবেন এবং ছবিসহ ২/৩ বাক্যে তাঁদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করতে পারবেন।
আপনার রেসিপিটি (বা লেখাটি) সাবমিট এর মাধ্যমে আপনি ভূলু’স রেসিপি ব্লগে তা প্রকাশ করার অনুমতি দিচ্ছেন এবং আমাদের সাইটে লেখা/রেসিপি প্রকাশের নিম্নলিখিত নিয়মাবলী মেনে নিচ্ছেন। দয়া করে মনে রাখবেন, আপনার লেখার মাধ্যমে যদি কারো কপিরাইট লঙ্ঘন হয়, তাঁর দায় শুধু আপনার।
ভূলু’স রেসিপি ব্লগে রেসিপি প্রকাশের নিয়মাবলী
১. ভূলু’স রেসিপি ব্লগে রান্না ও খাদ্য নিয়ে লিখা যাবে। রান্না ও খাদ্য ব্যতীত অন্য কিছু নিয়ে লেখা হলে তা প্রকাশ করা হবে না।
২. রেসিপিটি (বা লেখাটি) আপনার নিজের হতে হবে। অন্য কারো রেসিপি কপি করে কিংবা কোন পত্রিকা থেকে রেসিপি দিলে তা প্রকাশ হবে না।
৩. পোস্টগুলো অবশ্যই এই সাইটের সাথে সামঞ্জস্যপূর্ন হতে হবে। তবে রেসিপির সাথে জড়িত কোন গল্প বা ভূমিকা থাকতে পারে। রেসিপির উপকরণ এবং প্রস্তুত প্রণালী থাকতেই হবে। সাথে কতক্ষণ লাগবে রান্না করতে, কত জনের জন্য রেসিপিটি তা উল্লেখ করতে পারলে ভাল। একইভাবে, ভূল বানান বা বাক্যে লেখা না দেয়ার অনুরোধ রইল।
৪. রেসিপির সাথে অবশ্যই সেই রেসিপির ছবি থাকতে হবে। ছবি ক্রেডিট কাকে দিতে হবে তা বলে দিতে হবে। নিরাপত্তা জনিত কারনে আমরা ইমেজ (ছবি) আপলোড করার ব্যবস্থা রাখিনি। তাই আপনার রেসিপির ছবিটি দেয়ার ছবি ImageShack এর মত যেকোন ফ্রি ইমেজ হোস্টিং সার্ভিসে ছবিটি দিয়ে এখানে লিঙ্ক করে দিতে পারেন এই কোডটা ব্যবহার করে – <img src=”your image link” />।
৫. অতিথি লেখকদের রেসিপি পোস্ট মডারেশনের পর প্রকাশ হবে। সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে প্রকাশ না হলে ধরে নিতে হবে, প্রকাশ হচ্ছে না। মডারেটরের দৃষ্টি আকর্ষনের জন্য রেসিপি/পোস্ট সাবমিশনের পরে ইমেইল করা যেতে পারে। ইমেইল করার জন্য এখানে ক্লিক করুন।
৫. ব্লগ সংক্রান্ত যে কোন বিষয়ে মডারেটরের সিদ্ধান্তই চূড়ান্ত। ভূলু’স রেসিপি ব্লগে লেখা এবং রেসিপি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।