লইট্যা মাছের দোপেঁয়াজা
লইট্ট্যা মাছ চট্টগ্রামের একেবারেই নিজস্ব। খুব নাজুক এবং নরম এই মাছটি দেখে অন্য জেলার লোকজন একটু অবাকই হবেন, কেউ হয়ত নাকটা উঁচুতে তুলে নেবেন দেখতে ভাল লাগছেনা বলে। কিন্তু যারা একবার এই মাছটির সত্যিকার চিটাইংগা রান্নার স্বাদ পেয়েছেন তারা বার বার খেতে চাইবেন আর মনে রাখবেন অনেক দিন। আপনাদের সবাইকে এই স্বাদ চেখে দেখার আমন্ত্রণ […]