চিংড়ি মালাই কারি

উপকরণঃ

  • বড় চিংড়ি ১০টা (১ কেজির মধ্যে)
  • নারিকেল দুধ হাফ কাপ (ঘন), হাফ কাপ (পাতলা)
  • মরিচ বাটা ১ চা চামচ
  • হ্লুদ গুঁড়া ১ চা চামচ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • দারুচিনি ২/৩ টুকরা
  • পেয়াজ বাটা ১ কাপ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • তেল হাফ কাপ
  • কাঁচামরিচ ফালি করে কাটা ৩ টি
  • লবণ ১ চা চামচ
  • আলু ২৫০ গ্রাম।

প্রস্তুত প্রণালীঃ

আলু চারকোণা করে কেটে ২ টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নিন।
তেলে দারুচিনির ফোঁড়ন দিয়ে ওপরের সব মসলা একে একে দিয়ে ভুনে নিন। এবার চিংড়ি দিয়ে ভুনে নিন (ঘন নারিকেল দুধ ও কাঁচামরিচ ছাড়া)।
পানি শুকালে মাছ কষিয়ে নারিকেল দুধ ও কাঁচামরিচ দিয়ে দমে দিন।
ঘন হয়ে উঠলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন।

এরপর সার্ভ করুন।

রেসিপিঃ মাহিরা ফারহিন
ছবিঃ ইমতিয়াজ আহমেদ দুলু
প্রকাশিতঃ যায়যায়দিন, ৩০ জুন ২০০৬ শুক্রবার

happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।