ভূলু'স রেসিপি

কলিজা ভুনা

১১ comments on কলিজা ভুনা

  1. rashida
    নভেম্বর ২১, ২০১০ at ১১:০৫ পূর্বাহ্ণ (15 years ago)

    ধন্যবাদ আপা এই রেসিপিটির জন্য।
    আমি তো নূতন সংসারী, মোবাইল ফোনে আম্মাকে, বড়বোনকে জিজ্ঞেস করে নিয়ে কিছু কিছু রান্না করতে হয়। কলিজা ভুনা এখনো করিনি, ফ্রিজে তোলা আছে। আমি অনেকটা আপনার মতো করেই এটা করি তবে টালা জিরার গুড়া দেই না। ধনিয়া আর জিরাটা একসাথে গুড়া করে রাখি। আলাদা জিরা দিলে গন্ধ লাগে। আমার শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর, ঐ বাড়িতে রান্নায় জিরা বাটা দেয়া হয়। মেয়েদের শরীরের জন্য জিরা খাওয়া ভালো।

    মাংস সংরক্ষণ করার পদ্ধতি দিলে সবাই খুব উপকৃত হবে বলে আমি মনে করি। আমি কোল্ড বিফ করেছি। এটা সবসময় আমার ভাইজি মুনিয়া ওর ছেলের জন্য করে। বড় মাংসের টুকরা লবণ মাখিয়ে ফ্রিজে (নর্মাল) রেখে দিলাম ২৪ ঘণ্টা। তারপর বেশি পানি দিয়ে চুলায় বসালাম, পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ক্ষিদা লাগলে চট করে নামিয়ে ছুরি দিয়ে কেটে (স্লাইস করে)পাউরুটির ভেতর দিয়ে খাওয়া যায়।

    আপা, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন। বিকালের নাস্তার (গরুর মাংস দিয়ে) কিছু রেসিপি চাই আপনার কাছ থেকে।

  2. ভূলু (ভূলু'স রেসিপি)
    নভেম্বর ২২, ২০১০ at ২:৫৭ অপরাহ্ণ (15 years ago)

    আপনার জন্য শুভকামনা রইল। একদিন আপনিও অনেক ভাল রাধুনী হবেন। জানেন স্বামীরা স্ত্রীদের হাতের ভাল রান্না খেতে খুব পছন্দ করে, প্রতি সপ্তাহেই অন্তত ভাল এবং নতুন কিছু করতে পারেন। পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তবে একটু আগে থেকে জেনে নেবেন।

    টালা জিরার ব্যাপারটা আমি আমার মা আর শ্বাশুড়ির কাছ থেকে শিখেছি। ধনেগুঁড়া পরিমিত না হলে বাজে গন্ধ লাগবে, তাই আমি খুব অল্প দেই আর সেজন্যেই জিরাটা আলাদা গুঁড়া করে রাখি। জিরা ধুয়ে রোদে শুকিয়ে বৈয়ামে ভরে রাখি, আর কিছু টেলে পাটায় গুঁড়া করে রাখি। টালা জিরার গুড়া পরিমিত আর সময়মত ব্যবহারে রান্নার স্বাদ আর গন্ধ অনেকগুণ বেড়ে যেতে পারে। নোয়াখালী, লক্ষীপুর, ফেনীতে টালা জিরার ব্যবহার রান্নায় ভালই হয়।

    আচ্ছা জিরা মেয়েদের শরীরে কেমন করে উপকার করে একটু যদি পাঠকদের জন্য বিস্তারিত বলে। আর হ্যাঁ, কোল্ড বিফের পুরা রেসিপিটা দেবেন। মাংস সংরক্ষনের পদ্ধতি নিয়ে লেখাটা দেখি করা যায় কিনা, তাহলে ১ বছর অপেক্ষা না করে এখনই দিয়ে দেব। আর গরুর মাংস দিয়ে বিকেলের নাস্তার জন্য কিছু রেসিপি করা যায় কিনা দেখি, করতে পারলে দিয়ে দেব।

    ভাল থাকবেন।

  3. Anonymous
    নভেম্বর ২৫, ২০১০ at ৫:২৪ পূর্বাহ্ণ (15 years ago)

    Apa thanks for every recipe.i am kaniz from uk.i h'v been learn most recipe from u.i apprised that. i hope that you will be share lots of new recipe. thanks

  4. ভূলু (ভূলু'স রেসিপি)
    নভেম্বর ২৫, ২০১০ at ৫:০০ অপরাহ্ণ (15 years ago)

    কানিজ অনেক ধন্যবাদ। আমার রেসিপিগুলো ভাল লাগে শুনে অনেক ভাল লাগল। এমন সুন্দর করে বললে কার না ভাল লাগে বল? অনেক গুলো রেসিপি করে রেখেছি, ছবি হয়নি, অবশ্য ছবি ছাড়াই রেসিপি দিচ্ছি এখন, পরে ছবি দিয়ে দেব। আমার ছেলেমেয়েরাই হেল্প করে রেসিপিগুলো ইন্টারনেটে দিয়ে দিতে, তাই ওরা একটু ফ্রি হলেই রেসিপি নিয়ে কাজ করি। আমার রেসিপি গুলোর জন্য নতুন সাইট হচ্ছে – vulusrecipe.com নামে।

    ভাল থেকো, অনেক শুভকামনা।

  5. Anonymous
    এপ্রিল ১৯, ২০১১ at ৯:৪৯ অপরাহ্ণ (14 years ago)

    Ma'm, I'm new in cooking bengali food for my husband & as im living in australia, mostly i call my mom back in Bangladesh for any kind of recipes,instructions. but as im a born hindu married to a christian (Foriegner who seems to love the bangladeshi cooking style!!), my mom cant help me out with beef recipes (Not that she knows i cook beef at home haha) anyway i was looking online for a beef liver bhuna recipe for the last 3 hours & only now I found ur blog & I have a feeling this will b very helpful! thank u so mch for blogging these wonderful recipes here & a special thanks to ur children who help u put these recipes on ur blog.
    Best wishes,
    R

  6. ভূলু (ভূলু'স রেসিপি)
    এপ্রিল ২০, ২০১১ at ১:২৫ অপরাহ্ণ (14 years ago)

    প্রিয় R,

    অনেক ধন্যবাদ, এত সুন্দর করে প্রসংশা করেছেন খুবই ভাল লাগলো। আমার ছেলে-মেয়েরাও খুব খুশি হয় যখন দেখে অনেক দূর থেকেও বাংলাদেশের মানুষেরা, বাংলা ভাষীরা এই ব্লগ দেখে, মজার সব দেশি খাবার রান্না করে আর নিজেদের গল্পগুলো বলে আপনার মত করে।

    গরুর মাংস আমারও খুবই প্রিয়, খুবই। কিন্তু ডাক্তার এখন গরুর মাংস খেতে না করেছে আমাকে, তবুও বাদ দিতে পারিনি, তবে খুব কম। সুযোগ হলেই গরুর মাংসের আরো কিছু রেসিপি দেয়ার ইচ্ছে রইল।

    ভাল থাকবেন, আর জানাতে ভুলবেন না কেমন হল আপনার রান্না।

  7. julfikar
    ডিসেম্বর ৬, ২০১১ at ১০:০১ পূর্বাহ্ণ (14 years ago)

    অনেক ধন্যবাদ

  8. Mukaddis
    ফেব্রুয়ারি ১০, ২০১২ at ৬:১০ অপরাহ্ণ (13 years ago)

    আপু আপনাকে অনেক ধন্যবাদ এই রেসিপির জন্য । আমি মুকাদ্দিস বিল্লাহ । চায়নাতে থেকে লেখাপড়া করছি । বাইরে চাইনীজ খাবার খেতে ভাল লাগে না । তাই মাঝেমাঝে নিজে রান্না করি । আজ জুমার নামাজ শেষে মুসলিম রোডে কলিজা বিক্রি দেখে মনে হল কলিজা ভুনা খাব। তাই দেড় কেজি কলিজা নিয়ে রুমে ফিরলাম। আখন কথা হল কোনোদিন রান্না করিনি, কিভাবে রান্না করব ? নেট এ সার্চ দিয়ে পেলাম আপনার এ রেসিপি । খুবই ভাল লাগলো । আশাকরি আগামীকাল রান্নায় অনেক উপকারে আসবে । আপনাকে অনেক ধন্যবাদ । আপনার আরো অনেক রেসিপি প্রকাশ হোক । আপনার পরিবারের সবার জন্য রইল আমার শুভকামনা ।

    অনেক লিখে ফেললাম । নতুন রেসিপি প্রয়োজন হলে আবার আসবো দেখতে আপনার ব্লগ। ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

  9. ভূলু | ভূলু'স রেসিপি
    মে ২৭, ২০১২ at ১:৪১ অপরাহ্ণ (13 years ago)

    ভাই মুকাদ্দিস,

    অনেক ধন্যবাদ তোমার সুন্দর কথাগুলোর জন্য, বিশেষ করে আমাদের সাথে শেয়ার করার জন্য। ওইদিন কি কলিজা ভুনা করতে পেরেছিলে, সে অভিজ্ঞতা এই ব্লগের পাঠকদের সাথে কি শেয়ার করা যায়? তুমি চাইলে তোমার কোন ঝটপট রেসিপিও এই ব্লগে পাবলিশ করতে পারো।

    শুভকামনা রইল তোমার জন্য। ভাল থেকো।

  10. sumona sharmeen
    আগস্ট ১৩, ২০১২ at ১২:৪০ অপরাহ্ণ (13 years ago)

    ভুলু আপা, কলিজা রান্না করার সময় যে আঁশটে গন্ধ টা আসে, ওটা এরানর উপায় হচ্ছে কাঁচা কলিজা টাকে একটু হলুদ, লবন দিয়ে অল্প পানিতে মিনিট পাঁচেক সিদ্ধ করে নেয়া। তারপর মশলা দিয়ে রান্না করা বা কষানো। এটা আমার মা কে করতে দেখেছি…।

  11. ভূলু | ভূলু'স রেসিপি
    আগস্ট ১৫, ২০১২ at ১০:৫৫ পূর্বাহ্ণ (13 years ago)

    Sumona Sharmeen, এটা একটা ভাল উপায় কলিজার আঁশটে গন্ধটা দূর করার জন্য, আমি করি এটা। তবে ঈদের প্রথম দিন কলিজা রান্নায় আমি এই পথে যাইনা, বলতে পারেন এটা রান্নার একেবারেই নিজস্বতা, আমার শ্বাশুড়িও তাই করতেন।

    ও! আমার ব্লগে অতিথি রেসিপি ছাপতে শুরু করেছি, আপনার কোন মজার রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন, খুশি হব।

    ভাল থাকবেন।