বাঁধাকপির সালাদ

শীতের সবজি বাঁধাকপি। তরকারি কিংবা ভাজি এমন রান্নায় আমরা অভ্যস্ত হলেও সালাদে হয়ত অনেকেই পছন্দ করেন না। তবে মৌসুমে বাঁধাকপির সালাদ আপনার দারুণ লাগবে। আমার ছোট মেয়ে নিজে নিজেই এই সালাদটি তৈরি করতে শিখেছে, আর ভালই লাগে।

বাঁধাকপির সালাদ

ছবিঃ বাঁধাকপির সালাদ

উপকরণঃ

  • বাঁধাকপি কুচানো – মাঝারি ২ বাটি
  • পেয়াঁজ কুচি – ২ টেবিল চামচ
  • শুকনো মরিচ ভাঙ্গা – ৩ টা (ছোট)
  • ধনেপাতা কুচি – ২ চা চামচ
  • সরিষার তেল – ১/২ চা চামচ
  • লবন পরিমানমতো

প্রস্তুত প্রণালীঃ

বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচিয়ে নিন। এবার পেয়াঁজ কুচি, শুকনো মরিচ, লবন, ধনেপাতা কুচি ও সরিষার তেল মাখিয়ে নিন। তারপর কুচানো বাঁধাকপির সাথে মাখানো উপকরণটি দিয়ে আবার মাখিয়ে নিন। রুচিমতো খাবারের সাথে পরিবেশন করুন।

ইতি, চট্টগ্রাম, ২৮/১২/০৮

happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।