ফলের সালাদ

তাজা ফল সবসময়েই রঙিন আর প্রয়োজনীয় পুষ্টি গুণে ভরা। এইসব রঙিন ফল দিয়ে সালাদ বিভিন্ন পার্টি কিংবা পিকনিকে হতে পারে খুবই আকর্ষনীয়। এমনই একটি সহজ সালাদ এটি –

ফলের সালাদ

ছবিঃ ইন্টারনেট

উপকরণঃ

  • আনারস – অর্ধেক
  • আঙ্গুর – ৫০ গ্রাম
  • কমলা – ১ টি
  • আপেল – ২ টি
  • মধু – আধা চা চামচ
  • ভিনেগার পরিমাণমতো
  • মরিচের গুঁড়া পরিমাণমতো

প্রস্তুত প্রণালীঃ

আনারস , কমলা , আঙ্গুরগুলো প্রথমে ছোট টুকরা করে নিতে হবে। আপেল কেটে ভিনেগারে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কালো হবে না। সব মাখিয়ে পরিবেশন করুন।

২৩/১২/২০০৮, চট্টগ্রাম

happy wheels

About ভূলু | ভূলু'স রেসিপি

আমি 'ফজলুর নূর ভূলু'। আমার রান্নাঘরের অরিজিনাল সব রেসিপি নিয়েই আমার এই ব্লগ - "ভূলু'স রেসিপি"। এই রেসিপি ব্লগের মাধ্যমে আমি দেশি খাবার আর তার অতুলনীয় স্বাদের বৈচিত্র তুলে ধরতে চাই। সাথে আমাদের আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোও থাকবে। ভবিষ্যতে এইসব রেসিপি আর ব্লগের গল্পগাঁথা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে।