তাজা ফল সবসময়েই রঙিন আর প্রয়োজনীয় পুষ্টি গুণে ভরা। এইসব রঙিন ফল দিয়ে সালাদ বিভিন্ন পার্টি কিংবা পিকনিকে হতে পারে খুবই আকর্ষনীয়। এমনই একটি সহজ সালাদ এটি –
উপকরণঃ
- আনারস – অর্ধেক
- আঙ্গুর – ৫০ গ্রাম
- কমলা – ১ টি
- আপেল – ২ টি
- মধু – আধা চা চামচ
- ভিনেগার পরিমাণমতো
- মরিচের গুঁড়া পরিমাণমতো
প্রস্তুত প্রণালীঃ
আনারস , কমলা , আঙ্গুরগুলো প্রথমে ছোট টুকরা করে নিতে হবে। আপেল কেটে ভিনেগারে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কালো হবে না। সব মাখিয়ে পরিবেশন করুন।
২৩/১২/২০০৮, চট্টগ্রাম
happy wheels