“বাংলাদেশ প্রতিদিন“-এ নতুন লাইফস্টাইল (Lifestyle) বিভাগ চালু হয়েছে ভূলু’স রেসিপি দিয়ে।
“বাংলাদেশ প্রতিদিন” তাদের নতুন সাইট শুরু করেছে। এই নতুন সাইটে আজ থেকে চালু হল লাইফস্টাইল বিভাগটাও। আর শুরুতেই আমার দুইটা রেসিপি দিয়ে ওরা লাইফস্টাইল বিভাগটাকে সাজিয়েছে। হোম পেইজে নীচের দিকে পাবেন লাইফস্টাইল বিভাগটি।
এ জন্যে সাংবাদিক রাশিদা আফরোজকে অনেক ধন্যবাদ।
সরাসরি লিঙ্কঃ
http://www.bd-pratidin.com/2013/06/23/2406
http://www.bd-pratidin.com/2013/06/23/2407
পায়েশ এবং ডিমের মিহিদানার রেসিপি দুটো আগে ব্লগে পাবলিশ হয়েছিল।
happy wheels